শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: মির্জা ফখরুল

ঢাকা, ১০ জুন — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তিনি নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।” তবে, তিনি কবে ফিরবেন—এ নিয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা উল্লেখ করেননি।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়। ডাক্তাররা বলেছেন, she is much better।”

তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। রাজনৈতিক আশ্রয়ে ২০০৮ সাল থেকে তিনি সেখানেই রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন