শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

হাজারীবাগে মাটিচাপা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার, সিসিটিভিতে ধরা পড়লো দম্পতি

ঢাকা, ১০ জুন ২০২৫

রাজধানীর হাজারীবাগের বালুর মাঠ সংলগ্ন একটি খালি জায়গা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,

“নবজাতকটির বয়স আনুমানিক একদিন। প্রাথমিকভাবে তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন,

“ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ভোরের দিকে এক নারী ও এক পুরুষ একটি বালতিতে করে মৃত নবজাতকটিকে নিয়ে এসে খালি জায়গায় মাটিচাপা দিয়ে চলে যান। বিষয়টি দুপুরের দিকে স্থানীয়দের নজরে এলে তারা থানায় খবর দেয়।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নবজাতকের মৃত্যুর পর ধর্মীয়ভাবে দাফনের ব্যবস্থা করতে না পেরে সংশ্লিষ্টরা একপ্রকার বাধ্য হয়ে এভাবে মরদেহ ফেলে যায়।

তবে এটি হত্যা নাকি অবহেলাজনিত মৃত্যু, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের মাঝে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে। মানবাধিকারকর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন নারী ও পুরুষকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের খুঁজে বের করতে মাঠে নেমেছে তদন্তকারী দল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন