শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মীরসরাইয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাইয়ে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি নোহা মাইক্রোবাস জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীরসরাই থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসের চালকের আসনের বাম পাশে বিশেষভাবে লুকানো বক্স থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা মো. রেজাউল করিম (পিতা: জাহাঙ্গীর আলম, মাতা: মনোয়ারা বেগম, গ্রাম: সিরাজছড়া) এবং মো. মুন্না (২২) (পিতা: বদি আলম, মাতা: সেলিনা আক্তার, গ্রাম: ধাইপালং, ওয়ার্ড-০৫)। উভয়েই দীর্ঘদিন ধরে মাদক পরিবহনে জড়িত বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখা জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলোর প্রত্যেকটি এ্যাম্ফিটামিন উপাদানযুক্ত এবং এগুলো সীমান্ত এলাকা থেকে এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় মাদকের গডফাদারদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় জেলা ডিবি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন