শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মুরাদনগরে নিজ এলাকায় ঈদ উদযাপন, ক্রীড়া টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

কুমিল্লা, ৯ জুন:

গতকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ জন্মস্থানে ঈদ উদযাপন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঈদের দিন তিনি বাবুটিপাড়া, পাহারপুর, ছালিয়াকান্দি, জাহাপুর ও দারোরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। ঈদে উপদেষ্টাকে কাছে পেয়ে এলাকাবাসীর আনন্দ কয়েকগুণে বেড়ে যায়।

ঈদের দিন বিকেলে উপদেষ্টা মেটেংঘর ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর উদ্বোধন করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। উপদেষ্টা বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ক্রীড়া উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।”

স্থানীয় জনগণের সঙ্গে একাত্ম হয়ে ঈদ উদযাপন ও ক্রীড়া চর্চায় উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে তিনি এক আনন্দঘন ও কার্যকর দিন অতিবাহিত করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন