শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমিরের হুঁশিয়ারি

মৌলভীবাজার | ৭ জুন ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে।” শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াত আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, “এখন আর কেউ ভোট ডাকাতি করে পার পাবে না। মানুষকে তার পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে দিতে হবে। কেউ যেন গাছে কাঁঠাল গোঁফে তেল না দেন।”

তিনি বলেন, “ফ্যাসিবাদ এখনও বাংলাদেশে রয়ে গেছে। আমরা এটিকে মেনে নেব না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ধর্মীয় নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর বলেন, “এই জাতিকে সঠিক পথে পরিচালনার ক্ষমতা একমাত্র আলেম-উলামাদের রয়েছে। যদি আলেমদের হাতে নেতৃত্ব আসে, তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে রূপান্তরিত হবে।”

সাবেক সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “অনেকে সোনার বাংলা গড়ার কথা বলে শ্মশান বাংলা বানিয়ে গেছেন। আমরা আর সেই গোরস্থানের বাংলা দেখতে চাই না, আমরা চাই একটি জীবন্ত, আশাবাদী বাংলাদেশ।”

তিনি জানান, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে এককভাবে অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। “কেউ কেউ এই ঐক্য ভাঙার চেষ্টা করছেন, কিন্তু আমরা সেটা হতে দেব না,” বলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াত আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম এবং মৌলভীবাজার জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন