শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নোয়াখালী পুলিশ লাইন্সে পবিত্র ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত…

ত্যাগের মহান আদর্শে উজ্জীবিত হয়ে, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযাহা জেলা পুলিশ, নোয়াখালী কর্তৃক যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল ৮:০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশের “পুলিশ লাইন্স ঈদগাহ” এ জেলা পুলিশের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

উক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন নোয়াখালী জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়। এছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য-সহ মহল্লার মুসল্লিবর্গ।

নামাজ শেষে সমাজে শান্তি, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন