শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

লাউয়াছড়ায় ডাকাতি: আরও এক সদস্য গ্রেফতার, মোট গ্রেফতার ৪

০৬ জুন ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংঘটিত ডাকাতির ঘটনায় সবুজ মিয়া (৪৭) নামে আন্তঃজেলা ডাকাত দলের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মামলায় গ্রেফতার হল চারজন।

গ্রেফতারকৃত সবুজ মিয়ার কাছ থেকে লুটকৃত নগদ ১২,১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা অনিক রঞ্জন দাসের নেতৃত্বে গত ৫ জুন রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পান্ডারাইল এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সবুজ মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চারটি ডাকাতি মামলা রয়েছে। ২০২২ সালে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় সংঘটিত এক ডাকাতির ঘটনায় সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল এবং মামলাটিতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

উল্লেখ্য, গত ৩১ মে রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল সড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে। ঘটনার পর পরই একটি মামলা দায়ের করা হয়।

এ মামলায় এর আগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং লুট করা সাতটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন