শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ৩

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের সরাসরি দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।

অদ্য ৫ জুন ২০২৫, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল মুন্সীগঞ্জ সদর থানাধীন উত্তর ইসলামপুর এলাকায় অবস্থিত পিটিআই মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে আটক করা হয়:

  • আরাফাত হোসেন (২২), পিতা: আমান উল্লাহ দেওয়ান, মাতা: মৃত পারভিন বেগম
  • রাতুল হাওলাদার (২৩), পিতা: আনোয়ার হাওলাদার, মাতা: রাশিদা বেগম
  • মোঃ রোহান (২৪), পিতা: মৃত দ্বীন ইসলাম সোহেল, মাতা: রোজিন বেগম
    তিনজনই মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তাদের দেহ তল্লাশিকালে নিজ স্বীকারোক্তি ও উপস্থিত সাক্ষীদের সামনে ৩ বোতল বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫,০০০ টাকা।

আইনগত ব্যবস্থা:

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ, মুন্সীগঞ্জ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং জেলার প্রতিটি এলাকায় মাদক নির্মূলে কঠোর নজরদারি চালিয়ে যাবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন