শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে: বোল্ডার হামলার পর আতঙ্কে পুরো দেশ

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ‘গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে’ আয়োজিত একটি শান্তিপূর্ণ সমাবেশে সহিংস হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এই হামলাকে কেন্দ্র করে দেশজুড়ে ইহুদি আমেরিকানদের মধ্যে নিরাপত্তা শঙ্কা গভীরতর হয়েছে।

আদালত দলিল অনুযায়ী, হামলার মূল অভিযুক্ত মোহাম্মদ সাবরি সোলাইমান গত এক বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন। পুলিশের কাছে তিনি স্বীকার করেন, তার উদ্দেশ্য ছিল “সব জায়নিস্ট মানুষকে হত্যা করা।” এই বক্তব্যের ভিত্তিতে ঘটনাটি স্পষ্টত একটি বিদ্বেষমূলক অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন বাড়িয়েছে। যদিও ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সমালোচনা রয়েছে—যেখানে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন—তবু এসব হামলা ইহুদি সমাজের সব স্তরেই ভীতি ছড়িয়ে দিচ্ছে, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে।

‘জে স্ট্রিট’ নামক প্রো-ইসরায়েল কিন্তু যুদ্ধবিরোধী গ্রুপের মুখপাত্র আদিনা ভোগেল আয়ালন বলেন, “এই ধরনের ঘৃণাজনিত হামলা মানুষকে রাজনৈতিক অবস্থান দিয়ে আলাদা করছে না। আর এটাই সবচেয়ে উদ্বেগজনক।”

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মচারীকে গুলি করে হত্যা এবং পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরোর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার রেশ কাটতে না কাটতেই বোল্ডারের এই হামলা ঘটে।

হামলার শিকার হওয়া গ্রুপ ‘Run For Their Lives’ সাধারণত গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে থাকে। তাদের সংগঠক শিরা ওয়েইস বলেন, “আমরা কোনো রাজনৈতিক বার্তা দিচ্ছি না। আমাদের উদ্দেশ্য কেবল মানবিক।”

ইহুদি সম্প্রদায় এই হামলাকে যুক্তরাষ্ট্রজুড়ে একটি সতর্কবার্তা হিসেবে দেখছে। জিউইশ ডেমোক্রেটিক কাউন্সিল অফ আমেরিকার সিইও হেইলি সোইফার বলেন, “এই ঘটনাগুলো প্রতিটি ইহুদি আমেরিকানকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতে বাধ্য করছে—ব্যক্তিগত নিরাপত্তা হোক কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া-আসার নিরাপত্তা।”

এদিকে মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল এক বিবৃতিতে বোল্ডার হামলার নিন্দা জানিয়ে বলেছে, “এটি কেবল একটি সম্প্রদায়ের উপর হামলা নয়, বরং সমস্ত বিশ্বাসী মানুষের জন্য একটি হুমকি।”

কানাডার ভ্যাঙ্কুভারের টেম্পল শোলম-এর রাব্বি ড্যান মস্কোভিৎস বলেন, “এই হামলা সম্ভবত বিচ্ছিন্ন নয়, বরং এটি আরো চরমপন্থী মানুষকে উসকে দিতে পারে।”

বোল্ডারের ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার এবং হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানসিক সহায়তা দিতে ‘Jewish Colorado’ সংগঠন ১ লাখ ৬০ হাজার ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন