শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মুক্তিযুদ্ধ চলাকালীন স্বেচ্ছায় কারাবন্দি ছিলেন শেখ মুজিব: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান সেনাবাহিনীর কাছে ‘ইচ্ছাকৃতভাবে বন্দি’ ছিলেন এবং ওই সময় তিনি ‘মাঠে থেকে সরাসরি’ যুদ্ধ পরিচালনায় যুক্ত ছিলেন না।

বুধবার (৪ জুন) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে নানা আলোচনার জন্ম দেয়।

সারজিস লিখেছেন, “মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ইচ্ছাকৃতভাবে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না।”

তিনি প্রশ্ন তোলেন, “তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি কীভাবে বাতিল হয়?”

পোস্টে আরও উল্লেখ করেন, “মন্ত্রণালয়ের কাজ হওয়া উচিত ছিল—যারা মুক্তিযোদ্ধার নামে ভুয়া সনদ নিয়ে সুবিধা নিচ্ছেন, তাদের খুঁজে বের করে তালিকা থেকে বাদ দেওয়া। কিন্তু যারা যুদ্ধকালীন মাঠে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের বাদ দেওয়া অগ্রহণযোগ্য।”

সারজিস আলমের বক্তব্যে সরকারপক্ষের ইতিহাস চর্চার প্রবণতাকে ইঙ্গিত করে বলেন, “ইতিহাস যেন কখনোই ক্ষমতাসীনদের পক্ষের না হয়। ইতিহাসকে তার নিজস্ব গতিতেই চলতে দেওয়া উচিত।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন