শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

পাহাড়ি দুর্যোগে হিল আনসার ও ভিডিপির মানবিক সেবা: স্বস্তি ফিরেছে জনজীবনে


টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধস ও ভূমিধ্বসে বিপর্যস্ত হয়ে পড়ে খাগড়াছড়ির পাহাড়ি জনপদ। বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়কপথে কাদা, পাথর ও উপড়ে পড়া গাছের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর ফলে ব্যাহত হয় কৃষিপণ্য পরিবহন, রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াত। সাধারণ মানুষের জীবনে নামে চরম দুর্ভোগ।

এই সংকটকালে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী—বিশেষ করে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে তারা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে। হাতে কোদাল, বেলচা ও দড়ি—এই বাহিনীর সদস্যরা সাহস, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত হন।

খাগড়াছড়ি সদর উপজেলা ও ভুয়াছড়ি এলাকায় স্বেচ্ছাশ্রমে তারা ধ্বংসস্তূপ ও গাছ সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করেছেন। অনেক স্থানে তারা বিকল্প রাস্তাও নির্মাণ করেছেন। দুর্গত এলাকার ঘরবন্দী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সদস্য বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাহিনী প্রধানের নির্দেশে দ্রুত সড়ক যোগাযোগ সচল করতে আমরা দিনরাত কাজ করেছি। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন আমরা এই কাজ চালিয়ে যাব।”

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি) এই মানবিক ও সাহসিকতাপূর্ণ কার্যক্রমের জন্য হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন।

পাহাড়ি দুর্যোগে হিল আনসার-ভিডিপির এই সাহসিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ জনসেবার এক অনন্য উদাহরণ। তারা শুধু রাস্তা পরিষ্কার করেননি, বরং দুর্গত জনপদের মানুষের মনে এনে দিয়েছেন স্বস্তি ও নিরাপত্তা—যা ভবিষ্যতের জন্য এক প্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন