শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ও দস্যুতা মামলার ৩ আসামি গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও দস্যুতা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে ছিনতাইকৃত টাকা উদ্ধারের পাশাপাশি আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃতদের।

থানা সূত্রে জানা যায়, ১ জুন (রবিবার) এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলার (নং-০১, তারিখ-০১/০৬/২০২৫, ধারা-৪৪৮/৩৮৫/৩৮৬/৫০৬(২)/৩৪ পেনাল কোড) এজাহারভুক্ত আসামি মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ (২৬), পিতা-আহসান উল্লাহ, সাং-করালিয়া এবং তৈয়ব আলী ওরফে সজীব (২৬), পিতা-আতিক উল্লাহ, সাং-রামদী — উভয়েই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা — তাদেরকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই তারিখে দায়েরকৃত দস্যুতা মামলার (নং-০২, ধারা-৩৯২/৪১১ পেনাল কোড) এজাহারভুক্ত আসামি আবুল হাসেম চৌধুরী (৪২), পিতা-নাজির জামান চৌধুরী, সাং-সাগরিয়া, ৮ নম্বর ওয়ার্ড, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী — তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ এক হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত তিন আসামিকেই আদালতে সোপর্দ করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারসহ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন