শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

অস্ত্রসহ ধরা পড়লো ৩১ মামলার আসামি আব্দুল্লাহ, লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৩১টি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ ওরফে আবুল নুরকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত ৩০ মে (বৃহস্পতিবার) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বারআউলিয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে কপিল সাহেবের নির্মাণাধীন খামারের সামনে ফাঁকা একটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর নির্দেশনায়, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, পিপিএম (বার) এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক-বেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আব্দুল্লাহ ওরফে আবুল নুর (১ম আসামি) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

তল্লাশিতে তার কোমরের পেছনে প্যান্টের ভেতর লুকানো একটি দেশীয় তৈরি এলজি (অগ্নেয়াস্ত্র), প্যান্টের পকেটে ৫ রাউন্ড ১২ বোর লিডবল কার্তুজ, একটি ছাই রঙের মুখোশ উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাত সদস্যরা ফেলে রেখে যায় ২টি ধারালো কিরিচ, ৩টি ধারালো ছুরি, ২টি মানকি ক্যাপ এবং একটি লোহার রড (শাবল)। পুলিশ সেগুলো জব্দ করে হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুল্লাহ স্বীকার করেন যে, তিনি ও তার সহযোগীরা মিলে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন। পলাতক অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নাজিম, কাশেম, শওকত, ইয়াছিন আরাফাতসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন।

আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯A ও ১৯(f) ধারা এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আব্দুল্লাহ ৩১টি মামলায় এজাহারভুক্ত বা তদন্তে প্রাপ্ত আসামি বলে পুলিশ সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন