শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ক্রাফট ইন্সট্রাক্টর পদোন্নতি বাতিলের দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের ঘোষণা

পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সম্প্রতি ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁরা সারাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও ঢাকায় মানববন্ধনের ডাক দিয়েছেন।

শনিবার (১৭ মে) বেলা ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, আগামীকাল রবিবার (১৮ মে) সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা একযোগে বিক্ষোভে অংশ নেবেন। এছাড়া ঢাকার শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন।

লিখিত বক্তব্যে পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, “সম্প্রতি হাইকোর্ট কর্তৃক ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির রায় স্থগিত করা হয়েছে। এ রায় পুরোপুরি প্রত্যাখ্যান করছি এবং এটি বাতিলের দাবি জানাচ্ছি।”

তাঁরা আরও বলেন, “জুনিয়র ইন্সট্রাক্টর পদে শিক্ষকদের সরাসরি পদোন্নতির সুযোগ তৈরি হলে পলিটেকনিক পাস করা প্রকৃত ডিপ্লোমাধারীরা বঞ্চিত হবেন। এই পদে আসতে হলে অবশ্যই পিএসসির মাধ্যমে বাছাই প্রক্রিয়া অতিক্রম করতে হবে।”

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ছাড়া কেউ এই পদে নিয়োগের যোগ্য নয়। কোনো বিকল্প বা ছাড় না দিয়ে যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা জানান, পূর্বের আন্দোলনের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ কর্মসূচি হলেও দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন