শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পরও সংঘর্ষ, পরস্পরের বিরুদ্ধে ‘লঙ্ঘনের’ অভিযোগ

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক চার দিনের তীব্র সীমান্ত সংঘর্ষের পর সদ্য ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘লঙ্ঘনের’ অভিযোগ তুলেছে। শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে যুদ্ধবিরতির খবর নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি এক বিবৃতিতে বলেন, “সন্ধ্যায় যে সমঝোতা হয়েছে, তার পর থেকে একাধিকবার তা লঙ্ঘিত হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। পাকিস্তানকে এই লঙ্ঘনের দায় নিতে হবে।”

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ভারতের কিছু এলাকায় লঙ্ঘন সত্ত্বেও পাকিস্তান যুদ্ধবিরতির সঠিক বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমাদের বাহিনী দায়িত্বশীল ও সংযত আচরণ করছে।”

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। সর্বশেষ সংঘর্ষ শুরু হয় যখন ভারতের পাহালগাম শহরে একটি প্রাণঘাতী জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালায়। ওই হামলায় ২৫ ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য সন্ত্রাসীদের দায়ী করে এবং ‘জবাবদিহির অংশ হিসেবে’ সামরিক হামলা চালায়। পাকিস্তান এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে।

চার দিনব্যাপী পাল্টাপাল্টি হামলার পর শনিবার সকালে যুদ্ধবিরতির ঘোষণা আসে, যেটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, “তিন ডজনেরও বেশি দেশ এই কূটনীতিতে যুক্ত ছিল।”

তবে যুদ্ধবিরতির ঘোষণার কিছুক্ষণ পরেই শ্রীনগর ও জম্মু শহরে বিস্ফোরণের শব্দ ও ঝলকানি দেখা যায়। BBC-এর প্রতিবেদকরাও ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “আমরা হামলা ও গুলি বন্ধে একটি সমঝোতায় পৌঁছেছি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বরাবরই কঠোর এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, “এই যুদ্ধবিরতি সকল পক্ষের জন্য লাভজনক হবে এবং এটি টেকসই হতে হবে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে এবং তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ৪৮ ঘণ্টা ধরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও এই যুদ্ধবিরতির প্রশংসা করেছেন। স্টারমার বলেন, “আমরা এখন যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদি ও স্থায়ী করতে কাজ করবো।”

উল্লেখ্য, বুধবার থেকে চলমান গোলাগুলিতে পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে ৩৬ জন নিহত হয়েছেন এবং ভারতীয় বাহিনী জানায়, পাকিস্তানের হামলায় তাদের ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাতভর আক্রমণ ও পাল্টা আক্রমণে উভয়পক্ষই বিমানঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন