শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শাহবাগ ছাড়া দেশের অন্য কোথাও ব্লকেড নয়: হাসনাত আবদুল্লাহর আহ্বান

প্রান্তকাল প্রতিবেদক | ১০ মে ২০২৫, শনিবার

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগকেন্দ্রিক শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন।

শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
“ঢাকার শাহবাগ ছাড়া ঢাকার অন্য কোনো মোড় বা দেশের কোনো হাইওয়েতে ব্লকেড দেওয়া হবে না। সবাইকে আহ্বান করছি—জেলায় জেলায় সমাবেশ করুন, জমায়েত করুন। কিন্তু হাইওয়ে বা শহরের গুরুত্বপূর্ণ সড়কে যেন জনদুর্ভোগ না হয়।”

তিনি স্পষ্টভাবে বলেন,
“ব্লকেড খুলে দিন। অহিংস আন্দোলনের মাধ্যমেই আমাদের লক্ষ্য অর্জন করতে হবে।”

তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে—

  • আজ শনিবার বিকেল ৩টা থেকে ঢাকার শাহবাগ মোড়ে ছাত্র-জনতার গণজমায়েত
  • সারাদেশের ঘোষিত ‘জুলাই স্পট’-গুলোতে গণঅবস্থান কর্মসূচি

তিন দফা দাবি নিচে তুলে ধরা হলো:

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. ‘জুলাই ঘোষণাপত্র’ অবিলম্বে প্রকাশ করতে হবে।

এই ঘোষণার পর রাজধানীতে আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে ব্লকেড পরিহার করার আহ্বানের কারণে নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তিও ফিরে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলনের গতি ও পরিণতি নির্ভর করবে শাহবাগকেন্দ্রিক আজকের গণজমায়েত ও দেশের অন্যান্য স্থানে কর্মসূচির প্রতিক্রিয়ার উপর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন