বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক মিডিয়াকে ‘নির্বাক করে’ প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারত: ডিজি আইএসপিআর

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে অভিযুক্ত করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ‘নির্বাক’ করে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। তিনি বলেন, “ভারতের বর্তমান কার্যকলাপ আমাদের কাছে উপহাসজনক মনে হয়।”

তিনি বলেন,
“ভারত আন্তর্জাতিক মিডিয়াকে চেপে ধরেছে, ডিজিটাল স্পেসকে বন্ধ করে দিয়েছে এবং তাদের নিজস্ব মিডিয়া প্রতি ঘণ্টায় ঘণ্টায় এমন সব কাহিনি প্রচার করছে, যা আমাদের কাছে হাস্যকর।”

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম TRT World-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমি আগেও বলেছি—আজকের ২১ শতকের যুদ্ধে সবকিছুরই ইলেকট্রনিক স্বাক্ষর থাকে। পাকিস্তান থেকে যদি সত্যিই হামলা হয়ে থাকে, তবে তার অবশ্যই কোনও না কোনও ইলেকট্রনিক প্রমাণ থাকবে।”

ভারতীয় মিডিয়ার দাবি সম্পর্কে তিনি বলেন, “তারা বলছে, তারা একটি পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে। যদি সত্যিই তাই হয়ে থাকে, তবে তার ধ্বংসাবশেষ কোথায়? তারা বলছে, আমাদের পাইলটদের বন্দি করেছে—তাহলে সেই লোকজন কোথায়?”

ডিজি আইএসপিআর এ কথাগুলো ভারতীয় মিডিয়ার দাবিকে প্রশ্নবিদ্ধ করে এবং ‘প্রমাণবিহীন প্রচারযুদ্ধ’ বলেই উল্লেখ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন