শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রপতির কার্যালয়ের ফোনেই ছাড়া পেলেন আবদুল হামিদ: দাবি আবদুল হান্নান মাসউদের

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ দাবি করেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে আটকের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের (চুপ্পু) কার্যালয় থেকে ফোন কলের পরেই তাকে দেশত্যাগ করতে দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে হান্নান মাসউদ লেখেন,

“আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেয়া হলো।”

এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রভাব এবং বর্তমান ইন্টেরিম সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন,

“এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে! হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান।”

এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারিভাবে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্প্রতি ব্যক্তিগত সফরে বিদেশ গমনের উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হন। তবে তাকে আটকানো বা ছাড়িয়ে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আবদুল হান্নান মাসউদের এই স্ট্যাটাস রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, বিশেষ করে ইন্টেরিম সরকার ও রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে সমালোচনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন