শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভারতের ড্রোন আগ্রাসন: পাকিস্তানের সীমান্তে ১২টি ড্রোন ভূপাতিত, আহত সেনা ও নিহত বেসামরিক নাগরিক

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ থেকে ৮ মে’র মধ্যে ভারত থেকে পাঠানো মোট ১২টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক বিবৃতিতে জানিয়েছেন, গত রাতেও ভারত পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে একাধিক ড্রোন পাঠিয়েছে।

তিনি বলেন, এসব ড্রোন লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় ও করাচি অভিমুখে পরিচালিত হয়। সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।

লাহোরে একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় ৪ জন সেনা আহত হয়েছেন এবং সামরিক অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানওয়ালিতে, ড্রোন আঘাতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

আইএসপিআর মুখপাত্র আরও জানান, ধ্বংস হওয়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, “আমরা এই আগ্রাসনের মোকাবিলা খুব ভালোভাবে করতে জানি। শুধু প্রতিজ্ঞাই নয়, আমরা আক্রমণকারীদের প্রতিহত করার যথাযথ ক্ষমতাও রাখি।”

তিনি আরও উল্লেখ করেন যে, পাকিস্তান সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না এবং যে কোনো মূল্যে এই ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন