শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীর হাতিরপুলে সড়ক দুর্ঘটনায় শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন

রাজধানীর হাতিরপুলে সড়ক দুর্ঘটনায় শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, হাতিরপুল পুকুর পাড় ফ্রি স্কুল স্ট্রিটে কোন যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। পরবর্তীতে আজ বৃহস্পতিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়।

তিনি জানান, নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায়, নিহতের নাম শাহীনুর রহমান আশু। তার বাবার নাম আবেদ আলী। বাড়ি ময়মনসিংহের কোতয়ালী থানার কাউনিয়া গ্রামে।

এদিকে, হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদিদোকানদার জানান, ওই ব্যক্তিকে গতকাল বুধবার থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তার পরনের ময়লা পোশাক দেখে তাকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ্য ছিলেন তিনি। এলাকার লোকজনই তাকে খাবার দিয়েছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন