শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীর সূত্রাপুর ভিক্টোরিয়া পার্কের সামনে দুই বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন

রাজধানীর সূত্রাপুর ভিক্টোরিয়া পার্কের সামনে দুই বাসের চাপায় বেলায়েত হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজমেরী পরিবহনের একটি বাসের কন্ট্রাক্টর ছিলেন তিনি।

সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।

আজমেরী পরিবহনেরই একটি বাসের চালক মো. কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বাসের কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন বেলায়েত হোসেন। সম্প্রতি আজমেরী বাসের কন্টাকটার হিসেবে দায়িত্ব ছিলেন। বাসটি সূত্রাপুর ভিক্টোরিয়া পার্ক থেকে গাজীপুর চান্দরা এলাকায় যায়। তবে তাদের গাড়িটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ভিক্টোরিয়া পার্কের পাশে একটি গ্যারেজে মেরামত করা হচ্ছিল। সেখানে একই পরিবহনের আরও একটি বাস ওই বাসটি সামনে রাখা ছিল।

রাতে এই দুই বাসের মাঝে দাড়িয়ে কোন কাজ করছিলেন বেলায়েত। এমন সময় সামনের বাসটি হঠাৎ ঢালু জায়গা দিয়ে পেছনের দিকে নামতে শুরু করলে দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি। কিছুক্ষণ পর তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা সেখান থেকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি গাজীপুরের চান্দর এলাকায় থাকতেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন