শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শুধু একটি নয়, সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সমমনা জোট

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের নেতারা বলেছেন, “শুধু একটি নয়, দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়। তাই নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা গ্রহণযোগ্য নয়।”

শনিবার (৩১ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সমমনা জোটের শীর্ষ নেতারা বলেন, “বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোটসহ দেশের সব গণতন্ত্রকামী দল গত ৯ মাস ধরেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলে আসছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি।”

তারা বলেন, “সরকার সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। অথচ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নেই। এই সরকার একটি স্বল্প মেয়াদি অনির্বাচিত সরকার, যার মূল কাজ হলো নির্বাচনমুখী সংস্কার সম্পন্ন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।”

সম্প্রতি জাপান সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া একটি বক্তব্যের বিরোধিতা করে জোট নেতারা বলেন, “তিনি বলেছেন, ডিসেম্বরের নির্বাচনের পক্ষে শুধু একটি দল রয়েছে। এটি বিভ্রান্তিকর ও অসত্য। প্রকৃতপক্ষে, দেশের সব গণতন্ত্রপন্থী দলই ডিসেম্বরেই নির্বাচন চায়।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা বাস্তবায়নই একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি হতে পারে। ৩১ দফা কেবল বিএনপির নয়, এটি বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মিলিত অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। তবে এসব সংস্কার দীর্ঘস্থায়ী নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়নযোগ্য।”

জোট নেতারা আরও বলেন, “গত ১৫–১৬ বছরে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম ও খুন—সবকিছুই একটি অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক লড়াইয়ের অংশ। এখন নির্বাচন বিলম্বিত করার কোনো ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।”

বিবৃতিতে স্বাক্ষর করেন:

  • ড. ফরিদুজ্জামান ফরহাদ, আহ্বায়ক, জাতীয়তাবাদী সমমনা জোট ও চেয়ারম্যান, এনপিপি
  • খন্দকার লুৎফর রহমান, সভাপতি, জাগপা
  • এটিএম গোলাম মাওলা চৌধুরী, চেয়ারম্যান, গণদল
  • ডা. সৈয়দ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাম্যবাদী দল
  • এমএন শাওন সাদেকী, চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাপ
  • ব্যারিস্টার নাসিম খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুসলিম লীগ
  • ক্বারী আবু তাহের, চেয়ারম্যান, এনডিপি
  • খোকন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক লীগ (ডিএল)
  • এস এম শাহাদাত হোসেন, চেয়ারম্যান, গণতান্ত্রিক পার্টি
  • অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, সভাপতি, পিপলস লীগ


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন