শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রবিবার: চিফ প্রসিকিউটর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে আগামীকাল রোববার—এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, “আমরা বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তদন্তের কাজ পুরোদমে চলছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বিচারিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আশা করা যাচ্ছে।”

তিনি শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ বলে উল্লেখ করে বলেন, “যেসব গুমের ঘটনা ঘটেছে, তার মধ্যে ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য ঘটনার তদন্ত শেষ হয়েছে। জুন মাসের মধ্যেই এসব ঘটনার প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।”

এ সময় তিনি আরও জানান, বিচারপ্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে তদন্তে যুক্তিসংগত সময় লাগছে, তবে প্রক্রিয়া থেমে নেই। নির্যাতিত পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে দ্রুত বিচার নিশ্চিত করাই এখন অগ্রাধিকার।

আলোচনা সভাটির আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। সভায় বক্তারা আন্তর্জাতিক গুম সপ্তাহ (১৭–৩১ মে) উপলক্ষে রাষ্ট্রীয় গুম ও নিখোঁজের ঘটনার দ্রুত বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন