শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

জলঢাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১.৩২ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার

অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ মে ২০২৫ খ্রিঃ, জেলা পুলিশ, নীলফামারী কর্তৃক একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার জনাব এ.এফ.এম. তারিক হোসেন খাঁন এর দিকনির্দেশনা, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক আহমেদ এর তত্ত্বাবধান এবং অফিসার ইনচার্জ, জলঢাকা থানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় জলঢাকা থানার এসআই (নিঃ) মোঃ ফিরোজ খান, এসআই (নিঃ) মোঃ আবু হাসান, এসআই (নিঃ) মোঃ আব্দুস ছাত্তার, এসআই (নিঃ) মোঃ এনতাজুল হক ও এএসআই (নিঃ) মোঃ মেনহাজুল হকসহ থানার একটি চৌকস টিম।

অভিযানটি পরিচালিত হয় জলঢাকা পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের মাথাভাঙ্গা (জলঢাকা বাজার মাছহাটি) এলাকায়। এ সময় মোছাঃ নিলুফা বেগম (৩৭), স্বামী মোঃ নুরুজ্জামান ওরফে সাদা, সাং-মাথাভাঙ্গা (জলঢাকা বাজার মাছহাটি), ওয়ার্ড নং-২, থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে গ্রেফতার করা হয়।

তার হেফাজত হতে ১.৩২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৬৮,৬২০/- টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নিলুফা বেগম দীর্ঘদিন ধরে পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় গোপনে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জলঢাকাসহ আশপাশে বিক্রি করতেন।

উক্ত ঘটনায় জলঢাকা থানায় মামলা নং-২০, তারিখ-২৯/০৫/২০২৫ খ্রিঃ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন