শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ

বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লির রাষ্ট্রপতির সরকারি বাসভবন রাইসিনা হিলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এ পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতি হামিদুল্লাহকে স্বাগত জানিয়ে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। তিনি আরও বলেন, “আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখি।”

দুই দেশের বন্ধুত্বের ভিত্তি হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে উভয় জাতির যৌথ আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি পারস্পরিক সমৃদ্ধি ও আঞ্চলিক সংযুক্তির লক্ষ্যে একটি যৌথ ভিশনের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের বিমসটেকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

বাংলাদেশের পক্ষে হাইকমিশনার হামিদুল্লাহ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সংযোগ বাড়ানোর ওপর জোর দেন এবং জানান, “তরুণরাই উভয় দেশের সবচেয়ে বড় জনসংখ্যাগত অংশ, তাদের মাধ্যমে ভবিষ্যতের সম্পর্ক আরও দৃঢ় হবে।”

চলতি বছরের ১৪ এপ্রিল হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন এম. রিয়াজ হামিদুল্লাহ। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, তুরস্ক, কোস্টারিকা এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের রাষ্ট্রদূতরাও ভারতের রাষ্ট্রপতির নিকট তাঁদের পরিচয়পত্র পেশ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন