শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ইলন মাস্কের পদত্যাগে অনিশ্চয়তায় ট্রাম্প প্রশাসনের ‘ডিওজি’

সরকারি ব্যয় সংকোচন পরিকল্পনায় ধাক্কা, টেসলাকে ঘিরে রাজনৈতিক চাপ

২৯ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজি)’ থেকে পদত্যাগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সরকারি ব্যয় হ্রাস ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে গঠিত এই সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মাস্ক ছিলেন ডিওজি’র প্রধান ও স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে নিযুক্ত, যার মেয়াদ ছিল ১৩০ দিন—চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। তবে মেয়াদ শেষের আগেই তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।

ব্যয় সংকোচনের লক্ষ্যে সীমিত সাফল্য

ডিওজি’র লক্ষ্য ছিল প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার সরকারি ব্যয় হ্রাস, কিন্তু এখন পর্যন্ত সংস্থাটি ১৭৫ বিলিয়ন ডলারের বেশি সাশ্রয়ের কোনো বাস্তব প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এই সীমিত সাফল্যের পাশাপাশি, প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বৃহৎ বাজেট বিলকে মাস্ক প্রকাশ্যে সমালোচনা করেন, যা তার পদত্যাগের একটি বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

মাস্ক বলেন, “এই বাজেট বিল আমাদের ব্যয় হ্রাস প্রচেষ্টার সম্পূর্ণ বিপরীতমুখী। এটি ডিওজি’র নীতিকে অকার্যকর করে দিচ্ছে।”

টেসলার ওপর রাজনৈতিক চাপ

বিশ্লেষকদের মতে, মাস্কের পদত্যাগের পেছনে রয়েছে তার ব্যবসায়িক স্বার্থের সুরক্ষাও। ডিওজি’র কার্যক্রমের কারণে তার কোম্পানি টেসলা বিভিন্ন রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে এবং কোম্পানির বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। একইসাথে, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কর সংস্কার—যা আগামী দশকে ৩.৩ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি বাড়াবে—তাও মাস্কের অর্থনৈতিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।

ট্রাম্প-মাস্ক সম্পর্কের ছন্দপতন

একসময় ট্রাম্প ও মাস্কের মধ্যে নীতিগত সখ্য থাকলেও, সাম্প্রতিক সময়ে তা ভেঙে পড়েছে। জলবায়ু, বাজেট, প্রযুক্তি খাতে সরকারি হস্তক্ষেপসহ একাধিক বিষয়ে মতপার্থক্য তাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে।

ডিওজি’র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ডিওজি প্রাথমিকভাবে ২০২৬ সালের ৪ জুলাই পর্যন্ত কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু মাস্কের প্রস্থান এবং কার্যক্রমের সীমিত অগ্রগতি অনেককে ভাবিয়ে তুলেছে—সংস্থাটি কি পুনর্গঠিত হবে, না কি কার্যত বন্ধ হয়ে যাবে?

মাস্কের ঘোষণা

পদত্যাগের ঘোষণায় ইলন মাস্ক বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই এই দায়িত্বে সুযোগ দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি ডিওজি’র মিশন তার পথ খুঁজে নেবে। আমি এখন আমার কোম্পানিগুলোর—X, Tesla, SpaceX—অপারেশনের দিকে মনোযোগ দিতে চাই।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন