শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

দেশের ছয়টি নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা

২৯ মে ২০২৫

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ছয়টি নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করেছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত জারিকৃত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের বাকি নদীবন্দরগুলোর উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এসব এলাকাকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে, যা জনজীবনে সাময়িক ভোগান্তি সৃষ্টি করতে পারে।

সতর্কতা ও প্রস্তুতির আহ্বান

আবহাওয়ার এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এছাড়া নদীপথে চলাচলরত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জন্যও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতির উন্নয়ন বা অবনতি সাপেক্ষে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি প্রদান করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন