শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

উত্তরায় বিআরটিএ দফতরে অভিযান: ৬ দালালকে কারাদণ্ড

ঢাকা | ২৭ মে ২০২৫

বিআরটিএর উত্তরা কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৬ জন দালালকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রাহকদের হয়রানি ও প্রতারণা ঠেকাতে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার দিয়াবাড়িস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৬ জন দালালকে আটক করা হয়। আটককৃতরা আদালতে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। অভিযানের সময় প্রতারক চক্রের আরও কিছু সদস্য পালিয়ে যায়।

আটককৃতরা হলেন:

১. মোঃ ফরহাদ আলী (৩২), পিতা: আবু তালেব

২. মোঃ হাসানুজ্জামান খান (৩৫), পিতা: মোঃ মান্নান খান

৩. মোঃ লিটন (৩৫), পিতা: হাজী আ. মালেক

৪. মোঃ তুহিন (৩২), পিতা: কোরবান আলী

৫. মোঃ জুয়েল (৩৬), পিতা: আনোয়ার হোসেন

৬. সোহেল রানা (৩১), পিতা: আলী আহম্মেদ

বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, “দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা গ্রাহকদের কাছ থেকে কাগজপত্র ও টাকা নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার নামে প্রতারণা করে। এই চক্রের দমন করতে নিয়মিত অভিযান চলবে।”

তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “যে কোনো সেবা পেতে বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে হয়রানি ছাড়াই দ্রুত সেবা পাওয়া যাবে।”

বিআরটিএ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন