শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সীতাকুণ্ডে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ১২টি গরু ও ট্রাক উদ্ধার, একজন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি, ২৭ মে ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংঘটিত ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ১২টি গরু ও ছিনতাইকৃত ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৪ মে ২০২৫ তারিখে নোয়াখালীর হাতিয়া বাজার থেকে গরু ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহফুজ ১২টি গরু ক্রয় করে ট্রাকে করে হাটহাজারী থানার উদ্দেশে রওনা দেন। রাত আনুমানিক ১২টায় যাত্রা শুরুর পর ২৫ মে ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকার এস.এল স্টিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে একটি ট্রাক দিয়ে গতি রোধ করে ডাকাতদল।

ডাকাতরা দেশীয় অস্ত্র, দা, ছুরি, চাপাতির ভয় দেখিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায় এবং ১২টি গরু ভর্তি ট্রাক, নগদ ৭৪ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, গাড়ির কাগজপত্র ও গরু ক্রয়ের রশিদ লুট করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)–এর নির্দেশনায় সীতাকুণ্ড থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা যৌথ অভিযান শুরু করে।

অভিযানের অংশ হিসেবে ২৬ মে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশ ভাটিয়ারী এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতি হওয়া ১২টি গরু এবং ট্রাক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. তানজিদ হোসেন তামিম (পিতা–মো. আবু তাহের, মাতা–শাহনাজ বেগম, সাং–স্টেশন রোড, ভাটিয়ারী, থানা–সীতাকুণ্ড, জেলা–চট্টগ্রাম) কে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন