শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে জেলা গোয়েন্দা পুলিশের বড় সাফল্য: হারানো ৫১টি মোবাইল উদ্ধার, মালিকদের মাঝে হস্তান্তর

চট্টগ্রাম | ২৭ মে ২০২৫

জননিরাপত্তা নিশ্চিতে ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সম্প্রতি বিভিন্ন থানার সাধারণ ডায়েরির ভিত্তিতে ৫১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানটি জেলার ১৭টি থানাকে কেন্দ্র করে পরিচালিত হয়। জিডি যাচাই, প্রযুক্তি বিশ্লেষণ এবং আন্তঃজেলা অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

চুরি যাওয়া ফোন এর মালিকদের হাতে উদ্ধারের পরে ফিরিয়ে দেয়া ফোনসহ মালিকগন

উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে:

  • রাউজান থানা: ১৩টি
  • লোহাগাড়া থানা: ৭টি
  • রাঙ্গুনিয়া থানা: ৯টি
  • আনোয়ারা থানা: ৬টি
  • চন্দনাইশ থানা: ২টি
  • দক্ষিণ রাঙ্গুনিয়া থানা: ৭টি
  • জোরারগঞ্জ থানা: ৭টি

উদ্ধার হওয়া ফোন হাতে পেয়ে মালিকরা জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনেকেই জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন ফোনগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়।

অনলাইন প্রতারণার ফাঁদে পড়ছে অনেকেই

মোবাইল উদ্ধারের প্রক্রিয়ায় দেখা গেছে, বেশিরভাগ ফোনই বিক্রি হয়েছিল অনলাইন প্ল্যাটফর্মে—ফেসবুক পেজ, ওয়েবসাইট, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভুয়া আইএমইআই নম্বর সংবলিত রশিদ দেখিয়ে প্রতারকরা এসব মোবাইল বিক্রি করেছিল।

পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করে বলা হয়েছে—পুরনো মোবাইল ফোন ক্রয়ের সময় অবশ্যই বিক্রেতার জাতীয় পরিচয়পত্র, ফোনের বক্স, রশিদ এবং আইএমইআই নম্বর যাচাই করতে হবে। সবচেয়ে নিরাপদ হচ্ছে অফিসিয়াল বা ভেরিফায়েড শোরুম থেকে কেনাকাটা করা।

সচেতনতাই সুরক্ষা

জেলা পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল দিয়ে কোনো অপরাধ সংঘটিত হলে দায় বর্তাবে মূল মালিকের ওপর। তাই মোবাইল হারালে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার অনুরোধ জানানো হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে

চট্টগ্রাম জেলা পুলিশের এক মুখপাত্র জানান, “এই অভিযান শুধু শুরু। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় অস্ত্র উদ্ধার, মাদক দমন এবং চাঞ্চল্যকর মামলার তদন্তের পাশাপাশি চুরি ও হারানো মোবাইল উদ্ধারে ডিবির কার্যক্রম নিয়মিত চলবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন