শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সর্বদলীয় বৈঠক চাইলেন আমীরে জামায়াত


তথ্যসূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২২ মে ২০২৫

দেশের বর্তমান রাজনৈতিক ও জাতীয় সংকট নিরসনে সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে তিনি এই আহ্বান জানান।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে জামায়াত নিজে। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।

বৈঠকে আমীরে জামায়াত বলেন, “বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করতে হলে একটি সর্বদলীয় বৈঠক এখন সময়ের দাবি।” তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসকে এই বৈঠক ডাকতে এগিয়ে আসার আহ্বান জানান।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বহুপক্ষীয় মত ও ভাবনার অংশগ্রহণ ছাড়া জাতীয় ঐক্য ও সুষ্ঠু সমাধান সম্ভব নয়। এ কারণে একটি সমন্বিত উদ্যোগে সব রাজনৈতিক শক্তিকে একত্র করার পদক্ষেপ গ্রহণ করাই হবে দূরদর্শী নেতৃত্বের প্রকাশ।

এদিকে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেরিত এক বার্তায় জানানো হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার পক্ষে। জাতির বৃহত্তর স্বার্থে সংলাপ ও আলোচনাই বর্তমান সংকট মোকাবেলার একমাত্র পথ বলে আমরা মনে করি।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন