শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আ.লীগের সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের স্ত্রী-কন্যাসহ ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালতের নির্দেশ, অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ

ঢাকা | ২১ মে ২০২৫

আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও কন্যার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদক সূত্র জানায়, অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলোর মধ্যে ড. আব্দুর রাজ্জাকের নামে ৪টি হিসাবে রয়েছে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর ৪টি হিসাবে রয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা, এবং মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার এক হিসাবে রয়েছে ২৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

সর্বমোট ৯টি হিসাব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা।

টেন্ডার বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে তদন্ত

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, কমিশনের সহকারী পরিচালক আব্দুল মালেক এ বিষয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ড. আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদক আশঙ্কা করছে, অনুসন্ধান চলাকালে এসব অর্থ হস্তান্তর বা স্থানান্তর হতে পারে। তাই দুর্নীতির তদন্ত সুরক্ষিত রাখতে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আদালতকে জানানো হয়।

আদালত শুনানি শেষে ওই হিসাবগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ রাখার নির্দেশ দেন।

চাপে সাবেক প্রভাবশালী রাজনীতিক পরিবার

ড. মো. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের দীর্ঘদিনের কেন্দ্রীয় নেতা এবং একাধিকবার জাতীয় সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরুর পর থেকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বেশ আলোচিত হয়ে উঠেছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজন হলে তাকে এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন