শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সংরক্ষণে সহায়তার ঘোষণা: বাণিজ্য উপদেষ্টা

চামড়া পচে যাওয়া রোধে ৩০ হাজার টন লবণ দেবে সরকার, সরাসরি রপ্তানির ইঙ্গিত

ঢাকা | ২১ মে ২০২৫

আসন্ন ঈদ-উল-আযহায় কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে মাদ্রাসা ও এতিমখানায় চামড়া সংরক্ষণের জন্য ৩০ হাজার টন লবণ সরবরাহ করবে সরকার—এমন ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক শেখ বশিরউদ্দীন।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ন্যায্য দাম না পাওয়া পর্যন্ত সংরক্ষণে সহায়তা

বাণিজ্য উপদেষ্টা বলেন, “চামড়ার সঙ্গে এতিমের হক জড়িত। সঠিক মূল্য না পাওয়া পর্যন্ত সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এবার কেউ বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি করবে না।”

তিনি জানান, মাদ্রাসা ও এতিমখানাগুলোতে চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক ভিডিও তৈরি করে প্রচার করা হবে।

বিজ্ঞাপন

বাজার ব্যবস্থাপনায় বড় সিদ্ধান্ত

সভায় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:

  • নির্ধারিত পশুর হাটের বাইরে পশু কেনাবেচা বন্ধে ব্যবস্থা
  • হাটে হাসিল ৫% থেকে কমানোর প্রস্তাব
  • সরাসরি কাঁচা চামড়া রপ্তানির সুযোগ রাখার প্রস্তুতি
  • মূল্য নির্ধারণ নিয়ে ২২ মে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে

উপদেষ্টা বলেন, “এবার চামড়ার দাম গত বছরের তুলনায় বেশি হবে। স্থানীয় পর্যায়ে দাম না পেলে সরকার কাঁচা চামড়া রপ্তানির পথও খোলা রাখবে।”

সহযোগিতা ও মনিটরিংয়ের আশ্বাস

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, “পরিবহনকেন্দ্রিক চাঁদাবাজি ঠেকাতে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করবে। সেনাবাহিনীও পরিস্থিতি পর্যবেক্ষণ করে সার্বিক সহায়তায় থাকবে।”

তিনি জানান, কেন্দ্রীয় সেল গঠন করে হটলাইন নাম্বার ও ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রাণিসম্পদের দিকেও নজর

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “গরুর প্রতি নিষ্ঠুরতা এবং ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে কঠোর নজরদারি থাকবে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় এবার কার্যকর মনিটরিং হবে।”

১৭ সদস্যের জাতীয় কমিটি

প্রসঙ্গত, চামড়ার ন্যায্যমূল্য ও কোরবানির ব্যবস্থাপনায় সার্বিক তদারকির জন্য ১৭ সদস্যের উচ্চপর্যায়ের জাতীয় কমিটি গঠন করেছে সরকার, যার আহ্বায়ক বাণিজ্য উপদেষ্টা। কমিটিতে সরকারের একাধিক উপদেষ্টা, সচিব, এনজিও, ধর্মীয় প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের প্রতিনিধি অন্তর্ভুক্ত আছেন।

কমিটির দায়িত্ব ও লক্ষ্য

  • চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও মূল্য নির্ধারণ
  • লবণ সরবরাহ নিশ্চিত করা
  • ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ সুরক্ষা
  • পরিবহনের সময় পশুর প্রতি নিষ্ঠুরতা রোধ
  • সাভারসহ দেশব্যাপী দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমাদের লক্ষ্য গরিবের হকের চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করা। এবারের ঈদে যেন আর কোনো চামড়া পচে না যায়, সে জন্য আমরা প্রস্তুত।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন