শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সেতু বিভাগে প্রস্তুতিমূলক সভা

টোল ব্যবস্থা সহজীকরণ, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ

২০ মে ২০২৫

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামো ব্যবহারকারী যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সেতু বিভাগে।

মঙ্গলবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সভায় জুম প্ল্যাটফর্মে অংশ নেন বিভিন্ন সাইট অফিসের কর্মকর্তারা, সংশ্লিষ্ট জেলার প্রশাসন, রেঞ্জ পুলিশ, সিএমপি ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টোল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি

সচিব জানান, ঈদে যাত্রীচাপ সামাল দিতে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ চালু থাকবে, যাতে ইটিসি কার্ডধারী যানবাহন দ্রুত ও নির্বিঘ্নে সেতু অতিক্রম করতে পারে। এছাড়া, সব টোল প্লাজা ও ইন্টারসেকশনে সিসিটিভি ক্যামেরা সচল রেখে সার্বক্ষণিক ট্র্যাফিক মনিটরিংয়ের নির্দেশ দেন তিনি।

যানজট ও অনিরাপদ পরিবহন রোধে বিশেষ ব্যবস্থা

সচিব আরও বলেন, চলমান প্রকল্পগুলোর কারণে যেন সড়কে বিশৃঙ্খলা না হয়, সে জন্য অতিরিক্ত জনবল দিয়ে ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

টোল বুথে ভাংতি টাকার সংস্থান এবং ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ির চলাচল রোধে গাড়ির মালিক ও চালকদের সহযোগিতা কামনা করা হয়।

ভারী ট্রাকের চলাচলে বিধিনিষেধ

ঈদের আগে ও পরে সাতদিন এবং ঈদের তিনদিন আগে থেকে সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক চলাচল সীমিত ও বন্ধ রাখার অনুরোধ জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তবে খাদ্যদ্রব্য, জ্বালানি, ঔষধ ও পচনশীল পণ্যের পরিবহন নির্বিঘ্ন রাখতে সচিব প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা ও সুবিধা

কোরবানির পশু বহনকারী ট্রাকগুলোর জন্য Weighing Scale Machine-এর আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পশুবাহী যান ও যাত্রীদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করা হয়।

সভায় এর আগে গত ১২ মে অনুষ্ঠিত একটি মন্ত্রণালয় পর্যায়ের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর জোর দেন সচিব, যাতে ঈদযাত্রা হয় দুর্ঘটনামুক্ত, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন