শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

গাজায় এখনও পৌঁছায়নি মানবিক সহায়তা, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে

গাজায় ১১ সপ্তাহের দীর্ঘ অবরোধ শেষে সাহায্যবাহী ট্রাক প্রবেশ করলেও এখনো একটিও ত্রাণ সামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ৯৩টি ট্রাক কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে, যেগুলোতে ছিল ময়দা, শিশুখাদ্য, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী।

তবে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুরজারিক বলেন, “আমাদের টিম কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও ইসরায়েল এখনও ওই এলাকার প্রবেশের অনুমতি দেয়নি।” তিনি জানান, গুদামে পৌঁছাতে না পারায় কোনো সাহায্য বিতরণ শুরু করা যায়নি।

এর আগে ইসরায়েল সীমিত পরিমাণ খাদ্য প্রবেশে সম্মতি দিলেও, বিশ্লেষকরা বলছেন—এই সহায়তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। জাতিসংঘ জানায়, গাজার মানবিক সংকট মোকাবেলায় প্রতিদিন কমপক্ষে ৬০০ ট্রাক প্রয়োজন।

দুর্দশাগ্রস্ত শিশুদের জীবন সংকটে

জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বিবিসিকে বলেন, “আমরা সাহায্য না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশু মৃত্যুর মুখে পড়বে।” যদিও এই সংখ্যার বিষয়ে জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (UNOCHA) পরে ব্যাখ্যা দিয়ে জানায়, এটি একটি পূর্বাভাস যার ভিত্তি একটি রিপোর্ট—যেখানে বলা হয়েছে, এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬-এর মধ্যে ৬-৫৯ মাস বয়সী প্রায় ১৪,১০০ শিশুর মারাত্মক অপুষ্টিতে ভোগার আশঙ্কা রয়েছে।

UNOCHA মুখপাত্র জেন্স লারকে বলেন, “এই শিশুরা মারাত্মক ঝুঁকিতে আছে, কারণ তাদের মায়েরা নিজেরাও খাদ্য সংকটে ভুগছেন।” তিনি জানান, জীবন রক্ষাকারী এই সহায়তা দ্রুত না পৌঁছালে অনেক শিশু বাঁচানো সম্ভব হবে না।

আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক প্রতিক্রিয়া

ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে যুক্তরাজ্য বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার পরিস্থিতিকে “অসহনীয়” বলে অভিহিত করেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস জানান, গাজায় ইসরায়েলের পদক্ষেপের প্রেক্ষিতে ইইউ তাদের বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়ন করবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “আমরা ইসরায়েলের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রবেশের সিদ্ধান্তকে স্বাগত জানাই।” যদিও ডেমোক্রেট সিনেটরদের কেউ কেউ একে ‘অপর্যাপ্ত’ হিসেবে অভিহিত করেছেন।

গাজায় মানবিক বিপর্যয় অব্যাহত

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, গত ১১ সপ্তাহে অপুষ্টির কারণে ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জন বন্দি হওয়ার পর থেকেই ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৪৭৫ জনে; যার মধ্যে ৩,৩৪০ জন মারা গেছেন সাম্প্রতিক হামলায়।

[তথ্যসূত্র: বিবিসি, UNOCHA, IPC, জাতিসংঘ, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়]


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন