শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসক অপসারণের দাবি, না হলে যমুনা ঘেরাওয়ের ঘোষণা

ঢাকা, ২০ মে ২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দাবি না মানা হলে আগামী শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান। সমাবেশে তিনি দাবি করেন, এজাজ অতীতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন।

ফারুক হাসানের অভিযোগ, “এজাজের বিরুদ্ধে অতীতে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এরপরও তিনি কীভাবে প্রশাসক পদে নিযুক্ত হলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।” তিনি বলেন, “এই বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টার গোপন সমর্থনের বিষয়টি পরিষ্কার হওয়া উচিত।”

সমাবেশে বক্তারা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেন, “বৃহস্পতিবারের মধ্যে প্রশাসক এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করা না হলে শনিবার যমুনা ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

বিক্ষোভ শেষে নগর ভবনের সামনে একটি শান্তিপূর্ণ মিছিলও অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা-কর্মী অংশ নেন।

ডিএনসিসি বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন