শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

তুর্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে আগুন, শাহজালালে জরুরি অবতরণ | যাত্রীরা নিরাপদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তুর্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে বিমানটি। ফ্লাইটটি মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে ২১৯ জন যাত্রী নিয়ে আকাশে উড্ডয়ন করে।

বিজ্ঞাপন

উড্ডয়নের ১৫ মিনিট পর পাইলট বিমানের একটি ইঞ্জিনে স্ফুলিঙ্গ বা অগ্নিসংক্রান্ত সমস্যা লক্ষ্য করেন। তিনি দ্রুত পরিস্থিতি বুঝে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে সকাল ৮টার দিকে শাহজালালে নিরাপদ অবতরণ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ জানান, উড্ডয়নের পরপরই ইঞ্জিনে পাখির সঙ্গে ধাক্কার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আগুনের স্পার্ক দেখা গেলে পাইলট বিমানবন্দরে ফিরে আসেন। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

গ্রাউন্ড ক্যাপ্টেন এম এম রাগাব সামাদ আরও বলেন, পাইলট ইঞ্জিনে সমস্যা দেখতে পাওয়ার পরেই তৎপর হয়ে ফেরার সিদ্ধান্ত নেন।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের দ্রুত প্লেন থেকে নামিয়ে আনা হয় এবং তুর্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের একটি হোটেলে নিয়ে যায়।

এদিকে সম্প্রতি এমন আরও একটি দুর্ঘটনার কথা উঠে এসেছে। গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ার খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদভাবে অবতরণ করে। ওই ফ্লাইটে ৭১ জন যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন