শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ, ঈদ উদযাপন ঘিরে নানা প্রস্তুতি


আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত নিষ্কাশন ও অপসারণের মাধ্যমে নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সঠিক প্রক্রিয়া অনুসরণ করার জন্য ইমাম ও মাদ্রাসা প্রধানদের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বলা হয়, ঈদের নামাজের খুতবার পূর্বে ইমামগণ যেন কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও হাট এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে মুসল্লিদের সচেতন করেন।

চামড়া সংরক্ষণে সচেতনতামূলক নির্দেশনা

সভায় সিদ্ধান্ত হয়, মাদ্রাসার প্রধানদের লবণের সঠিক ব্যবহারের মাধ্যমে চামড়া সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে, যাতে এই জাতীয় সম্পদ নষ্ট না হয়।

ঈদ উদযাপন উপলক্ষে নগরজুড়ে নানা আয়োজন

ঈদ উপলক্ষে রাজধানীর প্রধান সড়ক ও দ্বীপে “ঈদ মোবারক” লেখা ব্যানার টানানো এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের দিন বিনা টিকিটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শিশু পার্ক ও বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

শিশু একাডেমিতে ঈদ পুনর্মিলনী এবং মহানগরীতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথাও সভায় জানানো হয়।

ঈদের প্রধান জামাতের প্রস্তুতি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন ঈদুল আযহা উদযাপিত হতে পারে। আবহাওয়া অনুকূল থাকলে ঈদের প্রধান জামায়াত সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ায় তা সকাল ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এবং জামায়াতের সময় পরিবর্তিত হলে তা ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করা হবে।

জাতীয় ঈদগাহে অংশগ্রহণের জন্য মুসলিম দেশগুলোর কূটনীতিকদের দাওয়াত দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলে ত্রিপল ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা এবং জামায়াত চলাকালে একটি মেডিকেল টিমও প্রস্তুত থাকবে।

প্রচারমাধ্যমে ঈদ অনুষ্ঠান

ঈদের দিন বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ সব প্রচারমাধ্যমে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে। ঈদ কর্মসূচি বাস্তবায়নে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন