শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন, বন্ধ বেন-গুরিয়ন বিমানবন্দর


ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিস্তীর্ণ অঞ্চলে শনিবার সকাল থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর। হামলার পরপরই দেশটির প্রধান বিমানবন্দর বেন-গুরিয়নে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, এ হামলার ফলে রাজধানীসহ অনেক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। যদিও হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। আইডিএফ জানায়, এটি ছিল চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীদের চতুর্থ হামলা।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানায়, হামলার পর কেন্দ্রীয় অধিকৃত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ বোমা শেল্টারের দিকে দৌঁড়াচ্ছে। বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

এদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠী এখনো আনুষ্ঠানিকভাবে শনিবারের হামলার দায় স্বীকার করেনি। তবে শুক্রবার তারা দাবি করে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরিতে আঘাত করেছে।

বিশ্লেষকরা বলছেন, গাজা ও লেবাননের সীমান্ত উত্তেজনার মধ্যেই ইয়েমেন থেকে এমন ধারাবাহিক হামলা ইসরায়েলকে নতুন কৌশলগত চাপের মধ্যে ফেলছে।

বিজ্ঞাপন


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন