শ্রীলঙ্কা ভ্রমণে ‘লোকাল’ স্বাদ দিচ্ছে টুকটুক ভাড়া, বদলে দিচ্ছে জীবনের গল্পও
শ্রীলঙ্কার হাইল্যান্ডসের এল্লা থেকে ইউনেস্কো ঘোষিত শহর ক্যান্ডি পর্যন্ত পথচলার স্বপ্ন অনেকেই দেখেন। সবুজ পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা, নীলাভ জলাধার, রাস্তার পাশে সাদা দাড়িওয়ালা বেগুনি মুখের লাঙ্গুর আর হঠাৎ রাস্তায় নেমে আসা হাতি—এই সবই যেন বাস্তবে রূপ নেয় সড়কভ্রমণে। আর সেই ভ্রমণ এখন হয়ে উঠেছে আরও রোমাঞ্চকর ও স্বতন্ত্র, স্থানীয়দের পরিচালিত টুকটুক বা অটোরিকশা […]