সম্পাদকীয় – মণিপুরে জাতিগত সংঘাত কি ভারতের সংহতির ভিত নাড়িয়ে দিচ্ছে?
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট রাজ্য মণিপুর। ভৌগোলিকভাবে সীমান্তবর্তী এবং জাতিগতভাবে বহুস্তরবিশিষ্ট। অথচ এই ছোট্ট রাজ্যটিই বর্তমানে ভারতীয় রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে গভীর সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জাতিগত সংঘাত, প্রশাসনিক ব্যর্থতা, রাজনৈতিক উদাসীনতা এবং ভৌগোলিক বিচ্ছিন্নতাবোধ একত্রিত হয়ে আজ মণিপুরকে এক বিস্ফোরক অবস্থায় নিয়ে গেছে। প্রশ্ন উঠেছে—এই উত্তেজনাই কি ভারতের বহুলগর্বিত অখণ্ডতা এবং জাতিসত্তার ঐক্যকে হুমকির মুখে ফেলবে? গত […]