শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল থেকে এ মোতায়েন কার্যকর হয়।

দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন জানান, একটি প্লাটুন হাসপাতালের প্রধান ফটকে দায়িত্ব পালন করছে এবং অন্য প্লাটুন আশপাশ এলাকায় টহল দিচ্ছে। তিনি বলেন, “সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এর আগে সোমবার রাতে পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড বসায়, যাতে বিএনপি নেতা-কর্মীদের ভিড় নিয়ন্ত্রণ করা যায় এবং বিশেষ নিরাপত্তা বজায় থাকে।

আজ সকালেও হাসপাতালের সামনে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে। ব্যারিকেডের বাইরে অবস্থান নিলেও অনেকেই জানান, কেন্দ্রীয় নেতাদের ভিড় না করার নির্দেশ থাকা সত্ত্বেও খালেদা জিয়ার প্রতি উদ্বেগ ও ভালোবাসা থেকে তাঁরা হাসপাতালে এসে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করার পর মঙ্গলবার দুপুর থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁর নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন