শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

মোদি লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে ভারত সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘ সময় কাজ করা একজন নেত্রী হিসেবে তাঁর দ্রুত আরোগ্য কামনায় ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।

ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, প্রয়োজন হলে ভারত যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তাঁর ভাষায়, “সম্ভাব্য সব ধরনের সহযোগিতা আমরা দিতে প্রস্তুত, যেভাবেই তা প্রয়োজন হোক।”

বেগম খালেদা জিয়া লিভার, কিডনি, হৃদ্‌রোগসহ নানা দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন। গত চার দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন