শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, গ্রেফতার ১

রাজধানীর মিরপুরে পার্টির ভিডিও বানানোর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করতে গিয়ে সাইয়াফ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার সময় স্থানীয় জনতার ধাওয়ায় পানিতে লাফ দিলে সাঁতার না জানায় সে ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামে আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহ আলী থানার উত্তর নবাবেরবাগ এলাকায় সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশেই এ ঘটনা ঘটে।

পার্টির ভিডিও বানাতে গিয়ে অগ্নিসংযোগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানান, তিন কিশোর-তরুণ মিলে পার্টির আয়োজন দেখানোর ভিডিও বানানোর চুক্তিতে বাসে আগুন দিতে আসে। প্রথমে প্লাস্টিকের বোতলে করে আনা কেরোসিন বাসের ভেতরে ছিটিয়ে আগুন ধরিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিল তারা।

হঠাৎ আশপাশের লোকজন বিষয়টি দেখে ফেললে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। জনতার ধাওয়ায় সাইয়াফ তুরাগ নদীতে লাফ দেয় এবং সাঁতার না জানায় ডুবে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইয়াফ নেভাল একাডেমি কলেজের শিক্ষার্থী বলে পুলিশ নিশ্চিত করেছে।

একজন গ্রেফতার, আরেকজন পলাতক

এ সময় পালানোর চেষ্টা করা তিনজনের একজনকে স্থানীয়রা ঘটনাস্থলেই আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক যুবক সানি ইংরেজি মিডিয়াম শিক্ষার্থী।

শাহ আলী থানার একজন কর্মকর্তা জানান, “তারা পরিকল্পিতভাবে কেরোসিন ছিটিয়ে আগুন লাগায়। ওই মুহূর্তে ভিডিও ধারণ করছিল, যা নাশকতারই শামিল। স্থানীয়দের ধাওয়ায় একজন নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে, আরেকজন পালিয়েছে।”

পলাতক দুষ্কৃতকারীকে ধরতে অভিযান

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “এটি নাশকতামূলক ঘটনা। পলাতক আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ বলছে, বাসটিতে কোনো যাত্রী বা স্টাফ না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি; তবে এই ধরনের ‘মজা দেখানো ভিডিওর’ নামে অগ্নিসংযোগ বিপজ্জনক এবং এটি ফৌজদারি অপরাধ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন