শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নতুন সুযোগ: নির্ধারিত মানদণ্ড পূরণে এজেন্সিগুলোর আবেদন আহ্বান

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে, যা এবার অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের সঙ্গে সমতা ও সামঞ্জস্য রেখে বাস্তবায়িত হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সরকার প্রথমবারের মতো বেসরকারি রিক্রুটিং এজেন্সি নির্বাচনের অভিন্ন মানদণ্ড (Recruiting Agent Selection Criteria) নির্ধারণ করে বাংলাদেশকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

গত ২১–২২ মে ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ–মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এই বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদল প্রতিশ্রুতি দিয়েছিল যে, বাংলাদেশসহ ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারের রিক্রুটিং এজেন্ট নির্বাচনে একই মানদণ্ড প্রয়োগ করা হবে।

নির্ধারিত মানদণ্ড

মালয়েশিয়া কর্তৃপক্ষের পাঠানো পত্র অনুযায়ী, রিক্রুটিং এজেন্সি নির্বাচনের জন্য নিচের ১০টি শর্ত পূরণ বাধ্যতামূলক:

১. বৈধ লাইসেন্স পাওয়ার পর অন্তত ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

২. গত ৫ বছরে ন্যূনতম ৩,০০০ কর্মী বিদেশে প্রেরণের প্রমাণ থাকতে হবে।

৩. অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. প্রশিক্ষণ, মূল্যায়ন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন থাকতে হবে।

৫. Certificate of Good Conduct থাকতে হবে, যা সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ প্রদান করবে।

৬. জবরদস্তিমূলক শ্রম, মানবপাচার, অর্থপাচার, চাঁদাবাজি বা অনৈতিক অভিবাসন কার্যক্রমে কোনো সংশ্লিষ্টতা থাকা চলবে না।

৭. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন ও ইনডাকশন মডিউলসহ প্রয়োজনীয় সুবিধা থাকবে।

৮. অন্তত ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার কাছ থেকে প্রশংসাপত্র থাকতে হবে।

৯. ১০,০০০ বর্গফুট আয়তনের স্থায়ী অফিস থাকতে হবে, যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

১০. অতীতে মালয়েশিয়াসহ গন্তব্য দেশের নিয়োগ প্রক্রিয়ায় আইনসম্মত ও পদ্ধতিগতভাবে কাজ করার প্রমাণ থাকতে হবে।

বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপরোক্ত মানদণ্ড পূরণকারী সব বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানাবে।

এ লক্ষ্যে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোকে আগামী ০৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন