বুধবার, ৮ অক্টোবর ২০২৫

লাদাখে সোনম ওয়াংচুকের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি

লাদাখে জেন-জি বিক্ষোভের পর সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তারকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ অভিহিত করেছেন জম্মু-কাশ্মীরের শীর্ষ দুই নেতা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা ওমর আবদুল্লাহ এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি উদ্বেগ প্রকাশ করেন।

ইন্ডিয়া ট্রিবিউনের খবরে বলা হয়, মেহবুবা মুফতি এক্স-পোস্টে লিখেছেন—ওয়াংচুকের গ্রেপ্তার গভীরভাবে বিরক্তিকর। তিনি শান্তি, স্থায়িত্ব ও সত্যের আজীবন প্রবক্তা। প্রতিশ্রুতি রক্ষার দাবি তোলার কারণেই তাকে কারাগারে পাঠানো হচ্ছে। তিনি আরও যোগ করেন, “আজ লেহে কারফিউ, ইন্টারনেট বন্ধ—কাশ্মীর যা বহুদিন ধরে সহ্য করছে, তারই প্রতিধ্বনি। আজকের ভারতে সত্য কথা বলার জন্যই মানুষকে শাস্তি পেতে হচ্ছে।”

এর আগে ওমর আবদুল্লাহ মন্তব্য করেন, সোনম ওয়াংচুকের মতো শান্তিপ্রিয় ও পরিবেশবান্ধব আন্দোলনের নেতার গ্রেপ্তার গণতন্ত্রের জন্য দুঃখজনক সংকেত।

গত বুধবার লেহ শহরে বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুককে ‘সহিংসতা উসকে দেওয়ার’ অভিযোগে দায়ী করে। দুই দিন পর শুক্রবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, লাদাখকে রাজ্যের মর্যাদা প্রদান, ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি এবং ভঙ্গুর পরিবেশ সুরক্ষার দাবিতে ১০ সেপ্টেম্বর থেকে অনশনে বসেন ওয়াংচুক। তবে ২৪ সেপ্টেম্বর লেহ শহরে নজিরবিহীন সহিংসতায় ছাত্রসহ চারজন নিহত হলে তিনি অনশন ভাঙেন। পুলিশের গুলিতে নিহতদের পাশাপাশি আহত হন অন্তত ৭০ জন।

ঘটনার পর থেকে লেহ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং শনিবার টানা তৃতীয় দিনের মতো তা অব্যাহত রয়েছে। এরই মধ্যে লাদাখের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে পুরো অঞ্চলে ইন্টারনেটও বন্ধ রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন