শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আশাবাদ ব্যক্ত করেছেন যে, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বড় ধরনের সমস্যা হবে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে পুরোপুরি মিল নয়। ডাকসু নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা উচ্চশিক্ষিত শিক্ষক হলেও জাতীয় নির্বাচনে ভিন্ন ধরণের পরিস্থিতি থাকবে। তবে দীর্ঘদিন পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন একটি মডেল হিসেবে দেখা যেতে পারে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে এবং নির্দেশনা অনুযায়ী সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

মাদক সমস্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক দমন না করতে পারলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য তিনি সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

মিয়ানমার সীমান্তে চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, আরাকান আর্মি সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করেছে এবং তাদের প্রধান আয় মাদক থেকে আসে। বর্তমানে আয়ের কিছু অংশ কৃষি খাতে চলে গেলেও সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ধরা পড়ছে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন