শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কারিগরি ত্রুটিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির আবেদন পেছালো

ঢাকা, ৩ জুলাই ২০২৫

কারিগরি ত্রুটির কারণে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইন আবেদন প্রক্রিয়া পেছানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এ আবেদন করা যাবে।

এর আগে, চলতি মাসের ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নোটিশে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বা এর অধীন কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’-এর নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী যোগ্য মাদ্রাসাগুলোর তালিকা তৈরি করা হবে।

অনেক দিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির দাবি উঠছিল। সংশ্লিষ্ট মহল আশা করছে, এই উদ্যোগের ফলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা এবং শিক্ষার মানোন্নয়ন দুই-ই নিশ্চিত হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন