শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী—

‘বিষপান করা’ চোখ হারানো চার যুবকের চিকিৎসার পদক্ষেপ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত চার যুবকের সুচিকিৎসার কার্যক্রম শুরু হয়েছে, যারা পুলিশের ‘বিষাক্ত তরল স্প্রে’ আক্রমণে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

আজ সোমবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ড্যাবের সভাপতি ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ এম আর হাসান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আহত চার যুবকের চিকিৎসা বিষয়ে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে যান।

প্রতিনিধি দলটি যুবকদের চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং আরও উন্নত চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ খায়ের আহমেদ চৌধুরী এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো. শফিউর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল (২৫ মে) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে এই চার যুবকের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আশ্বাস দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

চোখ হারানো চারজন যুবক হলেন: শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন