শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সাত কলেজে অন্তর্বর্তী প্রশাসন, প্রশাসক হচ্ছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস

ঢাকা, ১৮ মে ২০২৫

রাজধানীর সাত সরকারি কলেজে অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তাকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার, পাশাপাশি তিনিই সাত কলেজের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবিবার রাতে বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সদস্য নিশ্চিত করেছেন।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন।

সাত কলেজের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো:

১. ঢাকা কলেজ

২. ইডেন মহিলা কলেজ

৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

৪. কবি নজরুল সরকারি কলেজ

৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

৬. সরকারি বাঙলা কলেজ

৭. সরকারি তিতুমীর কলেজ

এ সকল কলেজে নিয়মিত দুই লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং এক হাজারেরও বেশি শিক্ষক রয়েছেন। ঢাকা কলেজকেই এই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দপ্তর হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সমন্বয়ের অভাবে নানা সমস্যায় ভুগছিল এসব কলেজ। একজন অভিজ্ঞ প্রশাসক নিয়োগের ফলে এ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা যাবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন